সনাতন সৃষ্টিতত্ত্ব
সনাতন সৃষ্টিতত্ত্ব পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে – বাইবেল বিরোধি এই সত্য কথা বলার অপরাধে চার্চ গ্যালিলিওকে অভিযুক্ত করেছিল ‘ধর্মদ্রোহিতার’ অভিযোগে। ১৬৩৩ সালে। গ্যালিলিও তখন প্রায় অন্ধ, বয়সের ভারে ন্যুব্জ। অসুস্থ ও বৃদ্ধ বিজ্ঞানীকে জোর করে ফ্লোরেন্স থেকে রোমে নিয়ে যাওয়া হয়, হাটু ভেঙ্গে সবার সামনে জোড় হাতে ক্ষমা প্রার্থনা করিয়ে বলতে বাধ্য করা হয় এতদিন গ্যালিলিও যা প্রচার করেছিলেন তা ধর্মবিরোধী, ভুল ও মিথ্যা। ঘটনাটি মাত্র ৩৫০ বছর আগের। "পৃথিবী সমতল", এই তত্ব যেখানে খুব বেশি পুরনো নয়, সনাতন শাস্ত্রে এরও হাজার বছর আগে বলা হয়েছে, পৃথিবী ডিম্বাকার। কারণ এটি 'ব্রহ্মান্ড'। ================================= 🕉️ "যদিও পৃথিবী হস্ত পদ হীন তথাপি ইহা চলিতেছে(গতিশীল)। অবশ্য জ্ঞাতব্য পরমাণুর শক্তি দ্বারা সুর্য্যের চারইদিকে ইহা প্রদক্ষিণ করিতেছে।" (ঋগ্বেদ ১০/২২/১৪) 🕉️ "সূর্য কখনও অস্ত যায় না বা উত্থিত হয় না। লোকেরা যখন মনে করে যে সূর্য অস্ত যাচ্ছে তখন তা হয় না। কারণ দিনের শেষে পৌঁছে যাওয়ার পরে এটি দুটি বিপরীত প্রভাব তৈরি করে, সূর্যের নীচে যা থাকে তার জন্য রাত এব...