একটি ধনী ব্যক্তির গল্প
একটি ধনী ব্যক্তির গল্প এক খুব ধনী ব্যক্তি ছিল। সে সমুদ্রে একা ভ্রমণের জন্য একটি নৌকা ক্রয় করল। এমন এক ছুটির দিনে সে নৌকায় করে ভ্রমণে বের হলো। মাঝ সমুদ্রে যখন তার নৌকা পৌঁছাল, তখন প্রচণ্ড ঝড় উঠল। তার নৌকা প্রায় ডোবার উপক্রম। সে সমুদ্রে ঝাঁপ দিল এবং সাঁতার কেটে কোন রকমে প্রাণ বাঁচাতে চেষ্টা করল। কিছু দূরে সে একটি দ্বীপ দেখতে পেল। সে সেখানে পৌঁছাল। কিন্তু সেখানে কোনো মানুষজনই দেখতে পেল না। চারিদিকে যেদিকেই নজর যায়---শুধু সমুদ্র আর সমুদ্র। সে ভাবতে লাগল-জীবৎকালে আমি তো কারও ক্ষতি করিনি, তাহলে এমন কেন হলো ? পর মূহুর্তেই আবার ভাবল---মৃত্যুর হাত থেকে তো ভগবানই আমাকে বাঁচিয়ে, এখানে আসা পর্যন্ত রাস্তা দেখিয়েছেন, তাহলে পরবর্তী রাস্তাও অবশ্যই তিনি দেখাবেন। সে সেই দ্বীপের ফল, মূল, জল খেয়ে আশায় দিন কাটাতে লাগল। কিন্তু দিন যায়, উদ্ধারের কোনো আভাস না পাওয়ায়, ঈশ্বরের প্রতি তার ভরসা দিন-দিন কমতে লাগল। সে ভাবতে লাগল, বাকি জীবন যখন এই দ্বীপেই কাটাতে হবে, তাহলে একটা ঘর বানিয়ে-ই ফেল...